আজকাল ওয়েবডেস্ক: বীর্যদান করে বহু নিঃসন্তান মহিলাকে সন্তানসম্ভবা হতে সাহায্য করেছেন তিনি। বহু দেশে ছড়িয়ে রয়েছে তাঁর সন্তান। এখনও পর্যন্ত ৮৭ সন্তানের পিতা হয়েছেন কাইল গর্ডি। তাঁর ইচ্ছে এই বছরের মধ্যেই সংখ্যাটিকে ১০০-তে নিয়ে যেতে চান। গোটা বিশ্বে মাত্র তিন জনের এই মাইলস্টোন রয়েছে। তারপরেও থামতে চান না কাইল। আরও মহিলাদের সন্তানসুখ দিতে চান তিনি।
ক্যালিফোর্নিয়ার বহু আলোচিত এবং উর্বর বীর্যদাতা কাইল। তিনি বলেন, ''এত সন্তানের বাবা হতে পেরে বেশ ভাল লাগে। আমি এত মহিলাকে সংসার শুরু করতে সাহায্য করতে পেরেছি। বিশ্বের সামগ্রিক জনসংখ্যার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলার থেকে আমি এখনও অনেক দূরে। সবে শুরু করেছি আমি।''
কাইলের বড় সন্তানের বয়স এখনও ১০ বছর। তিনি কত সন্তানের পিতা হতে চান তার নির্দিষ্ট কোনও সংখ্যা ভেবে রাখেননি এখনও। তিনি বলেন, ''নির্দিষ্ট সংখ্যা নিয়ে এখনই ভাবছি না। যে দিন মহিলাদের আমায় আর দরকার পড়বে না সেদিন থেমে যাব।''
কাইলি প্রথম বীর্যদান করেছিলেন তাঁর বন্ধু এক সমকামী দম্পতির জন্য। তার পর থেকে সন্তান চাওয়া সমকামী দম্পতিদের মাঝেমধ্যেই সাহায্য করতেন তিনি। এক বার এক মহিলা বীর্য চেয়ে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। তিনি সন্তানসম্ভবা হলে কাইলির মনে হয়, তিনি তো এ ভাবে অনেককেই সাহায্য করতে পারেন। বিষয়টি চাউর হতেই পর পর প্রস্তাব আসতে থাকে তাঁর কাছে। কাইল জানিয়েছেন, পুরো পরিষেবাটাই তিনি দেন বিনামূল্যে। কারও থেকে একটি পয়সাও নেন না তিনি।
